• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সেনাবাহিনীর হাতে বন্দি হলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট 

প্রকাশিত: ১৬:৫১, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
সেনাবাহিনীর হাতে বন্দি হলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট 

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের হাতে দেশটির প্রেসিডেন্ট রোচ কাবোরের আটক হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার দাবিতে রবিবার সারারাত ধরে রাজধানী উয়াগাদুগু-তে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে গোলাগুলি করে সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রধান দফতর ঘিরে রেখেছে। 

প্রেসিডেন্ট বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্পে অবরুদ্ধ আছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে। তবে, সামরিক অভ্যুত্থান বা প্রেসিডেন্টের আটক হওয়ার খবরকে নাকচ করে দিয়েছে দেশটির সরকার। 

সরকারের দেওয়া কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে দেশটির সাধারণ জনগণ। তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান দফতরে আগুন লাগিয়ে দিয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ইসলামিক স্টেট এবং আল-কায়েদা জঙ্গিদের হাতে নিরীহ জনগণ ও সেনা সদস্যদের মৃত্যুতে সম্প্রতি বুরকিনা ফাসোতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। 

বিভি/এসডি

মন্তব্য করুন: