• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাইডেন-ট্রুডোসহ ৯ শতাধিক মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রাশিয়ার

প্রকাশিত: ১৫:০৯, ২২ মে ২০২২

আপডেট: ১৫:১০, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
বাইডেন-ট্রুডোসহ ৯ শতাধিক মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রাশিয়ার

প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ৯ শতাধিক মার্কিনির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। 

নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরেও।

শনিবার (২১ মে) নিষেধাজ্ঞা তালিকার নতুন সংস্করণ ‘স্টপ লিস্ট’ প্রকাশ করে রাশিয়া। এতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ছাড়াও বর্তমান ও সাবেক কংগ্রেসম্যানদের নাম যুক্ত করা হয়। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, অভিনয় শিল্পীসহ ৯৬৩ জনকে তালিকায় রাখা হয়েছে। একইদিন প্রকাশিত আলাদা এক তালিকায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রীসহ দেশটির ২৬ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর পাল্টাপাল্টি পদক্ষেপের ধারাবাহিকতায় এই তালিকা প্রকাশ হলো।
 

বিভি/এএন

মন্তব্য করুন: