• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

১৬টি দেশে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২০:২৩, ২৩ মে ২০২২

আপডেট: ২০:৫২, ২৩ মে ২০২২

ফন্ট সাইজ
১৬টি দেশে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

কোভিড সংক্রমণ আবার বাড়তে থাকায় ভারত, আফগানিস্তান ও তুরস্কসহ ১৬টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সেইসাথে, দেশটিতে এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্তের কোন ঘটনা পাওয়া যায়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

বেশ কয়েকটি দেশে কোভিড সংক্রমণ শনাক্তের হার গেলো কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকায় এই নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আছে-ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, ইরান, তুরস্ক, ইয়েমেন, ইথিওপিয়া, সোমালিয়া, কঙ্গো, ভিয়েতনাম, আরমেনিয়া, বেলারুশ, ভেনেজুয়েলা, ভারত ও আফগানিস্তান।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাঙ্কিপক্স মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি আছে। দেশের কোথাও মাঙ্কিপক্স শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। 

নতুন করে ইসরায়েল, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এনিয়ে বিশ্বের ১৫টি দেশে বিরল এই রোগাক্রান্তের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছেছে।

আরও পড়ুন:

বিভি/এএন

মন্তব্য করুন: