• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে ত্রাণ দিলো ‌‘বাদশাহ সালমান ফান্ড’

প্রকাশিত: ০৮:৪০, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
আফগানিস্তানে ত্রাণ দিলো ‌‘বাদশাহ সালমান ফান্ড’

আফগানিস্তানের কিছু কিছু অঞ্চলে খাদ্যাভাব দেখা দিয়েছে। এর মধ্যে নানগারহার প্রদেশ একটি। ওই প্রদেশের কামা জেলায় ত্রাণ বিতরণ করেছে সৌদি আরবের ‘বাদশাহ সালমান রিলিফ সেন্টার’। সোমবার নানগারহার প্রদেশের একটি জেলায় ৫০০ বক্স ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর তথ্য মতে, বাদশাহ সালমান রিলিফ সেন্টারের উদ্যোগে বিতরণকৃত সামগ্রী পেয়ে নানগারহার প্রদেশের ‘কামা’ জেলার প্রায় ৩০০০ নাগরিক উপকৃত হয়েছেন।

বাদশাহ সালমান রিলিফ সেন্টার বিশ্বব্যাপী মজলুম, উদ্বাস্তু ও নিঃস্ব মানুষদের সাহায্য করার লক্ষ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে রিলিফ বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। চলতি মাসে সৌদি আরবের পক্ষ থেকে আফগানিস্তানে আরো ৪ হাজার ১০০ বক্স ত্রাণ বিতরণ করা হয়। এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

বিভি/এজেড

মন্তব্য করুন: