• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা: ৪৯ বন্দীর মৃত্যু 

প্রকাশিত: ১৮:৪৩, ২৮ জুন ২০২২

আপডেট: ১৮:৪৬, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা: ৪৯ বন্দীর মৃত্যু 

ছবি: আল জাজিরা

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার শহর তুলুয়ায় অবস্থিত কারাগার থেকে পালানোর সময় ৪৯ জন বন্দী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, কারগারটিতে দাঙ্গার সময় ঐ বন্দীরা মারা গেছেন এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
কারাপ্রধান জেনারেল টিটো কাস্তেলানোস মঙ্গলবার (২৮ জুন) রাতের ঘটনাটিকে ‘একটি দুঃখজনক এবং বিপর্যয়কর ঘটনা’ বলেছেন। তিনি স্থানীয় কারাকল রেডিও স্টেশনকে জানান, নিহত ছাড়াও ৩০ জন আহত হয়েছেন। দেশটির ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, ঘটনার তদন্ত করা হবে। এক টুইটে তিনি বলেন, ‘আমরা তুলুয়ার ভ্যালে দেল ককার কারাগারের ঘটনায় অনুতপ্ত। আমি কারা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছি।’ সূত্র: আল জাজিরা 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: