• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভারতের মণিপুরে ভূমিধসে অন্তত ৮১ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক

প্রকাশিত: ১৩:৫৩, ২ জুলাই ২০২২

আপডেট: ১৩:৫৮, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ভারতের মণিপুরে ভূমিধসে অন্তত ৮১ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক

ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মারা গেছে অন্তত ৮১ জন। এখনো নিখোঁজ অর্ধশতাধিক। এবারের ভূমিধসকে রাজ্যের ইতিহাসের সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। উদ্ধারকাজ সরেজমিনে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জানান, নিহতদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জওয়ানও রয়েছেন। ধ্বংসস্তুপে এখনো আটকে অন্তত ৫৫ জন।

মরদেহ উদ্ধারে আরো দু'তিন দিন সময় লাগতে পারে বলে জানান তিনি। রেলওয়ের একটি প্রকল্পের কাজ চলাকালে বৃহস্পতিবার সকালে রাজ্যের ননে জেলায় ভূমিধস হয়। দ্রুততম সময়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। তবে খারাপ আবহাওয়া ও নতুন ধসে আটকা পড়েন অনেক উদ্ধারকর্মীও। 

মুখ্যমন্ত্রী বীরেন সিং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি অনুদান ঘোষণা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে ফোন করেছেন এবং পরিস্থিতি ও উদ্ধার প্রচেষ্টার পর্যালোচনা করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।
 

মন্তব্য করুন: