• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ৫

প্রকাশিত: ১৬:৩০, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ৫

ছবি: আল জাজিরা

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে ছয়টিরও বেশি প্রাথমিক মাত্রার অন্তত তিনটি ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৯ জন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ভূমিকম্পের পর হরমোজগান প্রদেশে ইরানের উপসাগরীয় উপকূলের কাছে রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ২৪টি কম্পন অনুভূত হয়েছে।

বন্দর লেঙ্গেহ এলাকার গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, নিহতদের সবাই প্রথম ভূমিকম্পে মারা গেছেন। পরবর্তী দুইটি তীব্র ভূমিকম্পে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ অধিকাংশ লোকজন তখন বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল।
জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মোজতবা খালেদী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহত ৪৯ জনের মধ্যে অর্ধেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরইমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত মাসে পশ্চিম হরমোজগানে ১৫০টি কম্পন আঘাত হেনেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে। ২০০৩ সালে কেরমান প্রদেশে ৬.৬ মাত্রার এক ভূমিকম্পে ৩১ হাজার মানুষের মৃত্যু হয়। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: