• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বর্তমান পরিস্থিতির জন্য শুধু নুপুর শর্মা নন নরেন্দ্র মোদিও দায়ী: রাহুল গান্ধী

প্রকাশিত: ১৭:০৪, ২ জুলাই ২০২২

আপডেট: ১৯:০৫, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বর্তমান পরিস্থিতির জন্য শুধু নুপুর শর্মা নন নরেন্দ্র মোদিও দায়ী: রাহুল গান্ধী

ছবি: জি নিউজ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে নূপুর শর্মার পাশাপাশি ক্ষমতাসীন বিজেপিকেও ক্ষমা চাইতে বলেছে ভারতের বিরোধী দলগুলো। কেবল নুপুর শর্মা নন, বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির জন্য বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মাকে শুক্রবার (০১ জুলাই) ভর্ৎসনা করেন ভারতের সুপ্রিম কোর্ট। বিরোধী দলগুলোর দাবি, নুপুরের পাশাপাশি ক্ষমা চাক শাসকদল বিজেপিও। সুপ্রিম কোর্টের মন্তব্যের পর কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, ভারতের বর্তমান অবস্থা কেবল কোন ব্যক্তিবিশেষের মন্তব্যের কারণে নয়, শাসকদল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘৃণার পরিবেশ তৈরির জন্য দায়ী। একই দাবি সিপিএমের সীতারাম ইয়েচুরি ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের। তবে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিবৃতি নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: জি নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: