• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সৌদি আরবে অন্য ধর্মের বিদেশি স্ত্রীর জন্য নতুন নিয়ম

প্রকাশিত: ১৯:৫৭, ২ জুলাই ২০২২

আপডেট: ২১:৩০, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
সৌদি আরবে অন্য ধর্মের বিদেশি স্ত্রীর জন্য নতুন নিয়ম

ছবি: রাজধানী রিয়াদ

সৌদি আরবে বসবাসরত কারও যদি অন্য ধর্মের বিদেশি স্ত্রী থাকে, তাহলে তাকে অবশ্যই একটি স্বাধীন ইকামা বা সৌদিতে বসবাসের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। সৌদি আরবের একটি স্থানীয় সংবাদপত্রের  বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, যদি একজন প্রবাসী পরিবারের প্রধান তার স্ত্রী এবং নাবালক সন্তানকে তার ইকামাতে যুক্ত করতে চান, তাহলে স্ত্রী ভিন্ন ধর্মের অনুসারী হলে তার জন্য স্বাধীন ইকামা বাধ্যতামূলক। আর সৌদি আরবে কোনো বিদেশি শিশুর জন্ম হলে জন্ম সনদের অনুলিপিসহ একটি স্বীকৃত হাসপাতালের দেওয়া মেডিকেল রিপোর্ট শিশুটির বাবার ইকামাতে যোগ করার জন্য আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: