• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইউক্রেনে শিক্ষকদের রুশ পাঠ্যক্রম অনুসরণে বাধ্য করা হচ্ছে

প্রকাশিত: ২২:০০, ২ জুলাই ২০২২

আপডেট: ২২:২৪, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনে শিক্ষকদের রুশ পাঠ্যক্রম অনুসরণে বাধ্য করা হচ্ছে

ছবি: ইউক্রেনের চেরনিহিভে ধ্বংস হয়ে যাওয়া একটি স্কুল

ইউক্রেনীয় শিক্ষকদের ২১ জুলাইয়ের মধ্যে একটি নথিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। এ অবস্থায় তারা উভয় সংকটে পড়েছেন। যদি তারা স্বাক্ষর না করেন তবে চাকরি হারানোসহ রুশ বাহিনীর প্রতিশোধের ঝুঁকিতে পড়বেন। অন্যদিকে, স্বাক্ষর করলে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রশ্নের মুখোমুখি হবেন। কারণ রুশ পাঠ্যক্রম অনুসরণকে শত্রুতা হিসেবে গণ্য করা হবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান দক্ষিণ-পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত অংশে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেন, যাদের পরিচয় নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি। তারা জানান, নবনিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ তাদের ২১ জুলাইয়ের মধ্যে স্কুলে রুশ পাঠ্যক্রম অনুসরণ করার প্রস্তুতির প্রত্যায়িত একটি নথিতে স্বাক্ষর অথবা পদত্যাগ করতে বলেছে। একইসঙ্গে তাদের অনেককে বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

বিভি/এমআর

মন্তব্য করুন: