• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চীনে টাইফুন ‘চাবা’য় জাহাজডুবি, নিখোঁজ ২৭ ক্রু

প্রকাশিত: ২৩:১৬, ২ জুলাই ২০২২

আপডেট: ২৩:১৯, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
চীনে টাইফুন ‘চাবা’য় জাহাজডুবি, নিখোঁজ ২৭ ক্রু

ছবি: ডেইলি মেইল

পণ্য পরিবহনে সাহায্যকারী একটি জাহাজ হংকং উপকূল থেকে প্রায় ১৮৬ মাইল দক্ষিণে সমুদ্রে ডুবে গেছে। এতে বিশাল জাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। জাহাজটির ২৭ ক্রু এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ৩০ জনের মধ্যে মাত্র তিনজন ক্রুকে জীবিত উদ্ধার করতে পেরেছেন।গ্রীষ্মমন্ডলীয় প্রবল ঝড়ে জাহাজটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। শনিবার (২ জুলাই) স্থানীয় সময় বিকাল ৫.৩০ মিনিটে ৩০ জন ক্রু’র মধ্যে অন্তত তিনজনকে নিরাপদে সরিয়ে নিতে বিমান এবং হেলিকপ্টার পাঠানো হয়।

ঝড়টি শনিবার (২ জুলাই) উপকূলীয় প্রদেশ গুয়াংডংয়ের পশ্চিমাঞ্চলে আঘাত হানে। চীনে এটি ছিলো বছরের প্রথম টাইফুন। জনবহুল গুয়ানডং এলাকায় এই ঝড় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকিতে ফেলতে পারে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন।
‘চাবা’ একটি ফুলের থাই নাম। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়টি প্রায় ১৫-২০ কিমি/ঘন্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সূত্র: ডেইলি মেইল
 

বিভি/এমআর

মন্তব্য করুন: