• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লিবিয়ার পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

প্রকাশিত: ১৪:৩৬, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
লিবিয়ার পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ছবি: আল জাজিরা

নির্বাচন নিয়ে অসন্তোষের জেরে এবার লিবিয়ার পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্র (১ জুলাই) ও শনিবার (২ জুলাই) বিক্ষোভ হয় রাজধানী ত্রিপোলিসহ লিবিয়ার বিভিন্ন শহরে। অর্থনৈতিক সংকট, জীবনমানের অবনতি ও নির্বাচন নিয়ে টালবাহানার প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। এদিন সরকারি বিভিন্ন স্থাপনাসহ পূর্বাঞ্চলীয় তবরুক শহরের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

এছাড়া বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পার্লামেন্ট ভবনের সদর দরজা। ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে ভবনের ভেতরেও। গত ডিসেম্বরে লিবিয়ায় বহুল প্রতীক্ষিত নির্বাচন দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ কোন্দলে বারবার স্থগিত হয় তা। এর জেরেই বিক্ষোভ হয় দেশজুড়ে। সহিংসতার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের বিশেষ উপদেষ্টা স্টেফানি উইলিয়ামস বলেন, আন্দোলনকারীদের দাবি ন্যায্য হলেও পার্লামেন্ট ভবনে সহিংসতা কোনভাবেই কাম্য নয়। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: