• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

গাজায় আকস্মিক বিমান হামলা, শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ১৩:২২, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
গাজায় আকস্মিক বিমান হামলা, শিশুসহ নিহত ১০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার (৫ আগস্ট) নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারি রয়েছেন। হামলায় আহত হয়েছে আরও ৪৪ জন। খবর: আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আল জাবারির পাঁচ বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও ৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

গাজার ওই টাওয়ারটির একজন বাসিন্দার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দুপুরের খাবার খাবার খাওয়ার পর হঠাৎ এ বিমান হামলার শিকার হন তারা। তিনি বলেন, ‘তখন বাচ্চারা খেলছিল। এ সময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ ব্যাপক শব্দে বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা খুব হতবাক হয়ে যায়। কারণ, জায়গাটি বেসামরিক লোকজনে পরিপূর্ণ ছিল। আমি অনেক হতাহতদের দেখেছি যাদের সরিয়ে নেওয়া হয়েছে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মন্তব্য করুন: