• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খেরসন-জাপোরিজ্জিয়ায় গণভোট হলে শান্তি আলোচনা অসম্ভব: জেলেনস্কি

প্রকাশিত: ১৪:৪৩, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
খেরসন-জাপোরিজ্জিয়ায় গণভোট হলে শান্তি আলোচনা অসম্ভব: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের প্রস্তুতি চলছে ইউক্রেনের খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৮ জুলাই) রুশ ফেডারেশনে যোগ দেওয়ার ডিক্রিতে সই করেন জাপোরিজ্জিয়ার প্রধান শহর মেলিটোপোলের মস্কোপন্থী সরকার প্রধান জেভজেনি বাল্টিস্কি। ১৫ সেপ্টেম্বরের আগে সেখানে গণভোট আয়োজনের পরিকল্পনা ক্রেমলিনের।

গণভোট হবে পার্শ্ববর্তী খেরসন অঞ্চলেও। এরইমধ্যে জাপোরিজ্জিয়ার দুই-তৃতীয়াংশ ও খেরসনের প্রধান শহর বাদে বেশিরভাগ এলাকা দখল করেছে রাশিয়া। নিয়োগ দিয়েছে নিজেদের প্রশাসক। তবে কিয়েভের দাবি, যুদ্ধ শুরুর ছয় মাসেও অঞ্চল দু'টি সম্পূর্ণ কব্জা করতে না পারায় গণভোটের পথ বেছে নিয়েছে মস্কো। একে পুতিন প্রশাসনের কূটকৌশল বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গণভোট হলে শান্তি আলোচনা চালিয়ে নেওয়া অসম্ভব বলেও হুঁশিয়ার করেন তিনি।

এদিকে, জাপোরিজ্জিয়ার পারমাণবিক কেন্দ্র অবরুদ্ধ করে সেনাঘাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: