• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের চুক্তি বাতিল মস্কোর

প্রকাশিত: ১৮:৫০, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৮:৫২, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের চুক্তি বাতিল মস্কোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা রাশিয়ার স্টার্ট পারমাণবিক চুক্তির আওতায় পারমাণবিক কেন্দ্রগুলোর পরিদর্শন স্থগিত করেছে মস্কো।সোমবার (৮ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের চুক্তি বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ২০১১ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'নিউ স্টার্ট চুক্তি' সই হয়, যা ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে চলমান যুদ্ধের কারণে মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছে না রাশিয়া। এ অবস্থায় কেবল একপাক্ষিকভাবে মার্কিন কর্মকর্তাদের জন্য রুশ পারমাণবিক কেন্দ্র উন্মুক্ত রাখতে নারাজ মস্কো। পরিস্থিতি স্বাভাবিক হলে এই চুক্তি আবারও কার্যকরের আশা করছে ক্রেমলিন। সূত্র: ব্লুমবার্গ

মন্তব্য করুন: