• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গোটাবায়া ফিরছেন শ্রীলঙ্কায়

প্রকাশিত: ১৯:০৪, ১৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
গোটাবায়া ফিরছেন শ্রীলঙ্কায়

গত জুলাইয়ে জনগণের বিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে মালদ্বীপে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেড় মাস না যেতেই আবার দেশটিতে ফিরে আসছেন তিনি। রাশিয়ায় নিযুক্ত শ্রীলংকার সাবেক রাষ্ট্রদূত উদয়ানগা বীরাতুঙ্গার বরাত দিয়ে স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজফার্স্ট বুধবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গোটাবায়া রাজাপাকসে বর্তমানে সাময়িকভাবে থাইল্যান্ডে অবস্থান করছেন। সংবাদমাধ্যমটিকে উদয়ানগা বীরাতুঙ্গা বলেছেন, ‘গোটাবায়া আগামী ২৪ আগস্ট শ্রীলঙ্কায় ফিরবেন।’

রাজাপাকসে শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট যিনি মধ্যবর্তী মেয়াদে পদত্যাগ করতে বাধ্য হন তুমুল গণবিক্ষোভের মুখে। এরপর প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোটাবায়া। এরপর যান সিঙ্গাপুরে। তারপর পালান থাইল্যান্ডে। 

১৯৪৮ সালে দেশটি স্বাধীনতার লাভের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। এ অবস্থায় গত ৯ জুলাই গোটাবায়ার সরকার জনগণের ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়। 

রাজাপাকসের উত্তরসূরি রণিল বিক্রমাসিংহে গত মাসে পরামর্শ দিয়েছিলেন, গোটাবায়া রাজাপাকসে যেন শ্রীলঙ্কায় ফিরে আসা থেকে বিরত থাকেন।

বিভি/এনএ

মন্তব্য করুন: