• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ভারতীয় রুপির মানে রেকর্ড পতন, মন্ত্রী বললেন অবস্থান ভালো

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ভারতীয় রুপির মানে রেকর্ড পতন, মন্ত্রী বললেন অবস্থান ভালো

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। কিন্তু শনিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বললেন, অন্য দেশের মুদ্রার তুলনায় ডলারের বিপরীতে রুপি তার অবস্থান ভালোভাবে ধরে রেখেছে।  খবর: ইকোনোমিক টাইমস।

সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির দরপতনের পরদিন নির্মলা সীতারমন তার দপ্তরে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘ভারতীয় রুপি অন্য দেশের মুদ্রার মতো অস্থিরতায় পড়েনি। আমরা আমাদের অবস্থান ভালোভাবে ধরে রেখেছি।’

শুক্রবার রুপির মান চলে গেছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার সকালে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৮১ রুপি ছাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন: