• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিশ্বজুড়ে অ্যামাজন কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ২০:১৭, ২৬ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে অ্যামাজন কর্মীদের বিক্ষোভ

ছবি: আল জাজিরা

এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শপিংমল গুলোয় ক্রেতা থাকলেও উচ্ছ্বাস ছিলো তুলনামূলক কম। উল্টো বেতন বাড়ানো ও উন্নত কর্ম পরিবেশের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্বের অন্তত ৪০ দেশের অ্যামাজন কর্মীরা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্তত ৪০ দেশের অ্যামাজন কর্মীরা নেমেছেন রাস্তায়। ব্ল্যাক ফ্রাইডেতে কাজের চাপ বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবি তোলেন তারা। এদিন জেফ বেজোসের ম্যান হাটনের পেন্টহাউজের সামনে বিক্ষোভ করেন কর্মীরা। দাবি জানান ঘন্টা প্রতি ১০ ডলারের। তবে এখন পর্যন্ত বেতন বাড়ানোর বিষয়ে কিছুই জানায়নি অ্যামাজন।

প্রতিবারের মতো এবারও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে ছাড়ে পণ্য কেনেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত অনলাইনে কেনাকাটা হয়েছে ৯০০ কোটি ডলারের। শীর্ষে আলিবাবা, অ্যামাজন ও হুলুর মতো প্রতিষ্ঠানগুলো। শপিংমল-সুপারশপগুলোর মধ্যে ওয়ালমার্ট, টার্গেট ও বেস্ট বাইয়ে ছিলো সবচে' বেশি ভীড়। কোথাও কোথাও ছিলো ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। বেশি বিক্রি হয়েছে টেলিভিশন, স্মার্টফোন ও গৃহস্থালী পণ্য। সূত্র: আল জাজিরা 

 

বিভি/এমআর

মন্তব্য করুন: