• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা তাইওয়ানের প্রেসিডেন্টের

প্রকাশিত: ১৫:১৮, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা তাইওয়ানের প্রেসিডেন্টের

ছবি: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েং

স্থানীয় নির্বাচনে হারের পর দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েং।এর পেছনে করোনা মহামারি মোকাবেলা ও অপরাধ দমনও ছিলো গুরুত্বপূর্ণ ইস্যু। টানটান উত্তেজনার মধ্যেই দ্বীপরাষ্ট্র তাইওয়ানে শনিবার হয় স্থানীয় নির্বাচন। এতে মেয়র, কাউন্টি প্রধান ও কাউন্সিলর বাছাই করেন ভোটাররা। 

স্থানীয় নির্বাচন হলেও ক্ষমতাসীন-ডিপিপি'র জন্য এটা ছিল একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষায় রীতিমতো ভরাডুবি হয়েছে দলটির। ২১ মেয়র ও কাউন্টি প্রধানের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে চীনপন্থী বিরোধী দল কুয়োমিনটাং। বিপরীতে ক্ষমতাসীন ডিপিপি পেয়েছে মাত্র পাঁচটি। পরাজিত হয়েছেন রাজধানী তাইপের মেয়র চেন শিহ-চুংও।

এ অবস্থায় সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভাষণে ব্যর্থতার দায় নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট সাই ইং। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করে চলার জন্য বরাবরই তাইওয়ান প্রেসিডেন্টকে অভিযুক্ত করে আসছে বেইজিং। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: