• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবারও ইরানের উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৮:১৯, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:১৯, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আবারও ইরানের উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরানের উপর চাপ বাড়াতে সোমবার (২৩ জানুয়ারি) তারা এ নিষেধাজ্ঞা দিয়েছে। 

সেপ্টেম্বরে নীতি পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা দমনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকারি বাহিনীগুলো যে ভয়াবহ দমনপীড়ন চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় পশ্চিমাদের এই নতুন নিষেধাজ্ঞা সম্পর্কের ক্ষেত্রে আরও জটিল পরিস্থিতি তৈরি করবে। 

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরান যে সরকারবিরোধী বিক্ষোভ দেখছে, তাকে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। তেহরান এ অস্থিরতা উসকে দেওয়ার জন্য পশ্চিমা শাসকগোষ্ঠীকে দুষছে। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: