• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত

প্রকাশিত: ১৮:২৪, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:৩১, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দিল্লিসহ উত্তর ভারতের একাংশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৮। যার উৎসস্থল ছিল নেপাল-চিন সীমান্তে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

বিভি/রিসি

মন্তব্য করুন: