• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইউক্রেনে ভুগলেদার শহর দখলে রাশিয়ার জোরালো আক্রমণ

প্রকাশিত: ১৬:০০, ২৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেনে ভুগলেদার শহর দখলে রাশিয়ার জোরালো আক্রমণ

ডোনেটস্কের দক্ষিণ-পশ্চিমে ভুগলেদার শহরের নিয়ন্ত্রণের জন্য দক্ষিণ ফ্রন্টে রাশিয়া প্রবল আক্রমণ শুরু করেছে। রাশিয়ান সংবাদ সংস্থাগুলো সেখানে মস্কো নিযুক্ত নেতা ডেনিস পুশিলিনের বক্তব্য তুলে ধরে বলছে, ‘শিগগিরই ভুগলেদার আমাদের জন্য একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে।’

ডেনিস পুশিলিন বলেছেন,‘এই শহরের ঘেরাও এবং পরবর্তীতে মুক্তি অনেক সমস্যার সমাধান করবে।’ তবে কিয়েভ বলেছে, শহরটিতে আক্রমণের আগে প্রায় ১৫ হাজার  জনসংখ্যা ছিল, এখনও সেখানে লড়াই চলছে।

ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্গেই চেরেভাটি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে।’ তিনি বলেন, ‘অনেক মাস ধরে, রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনী সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের চেষ্টা করছে।’

ইতোমধ্যে রাশিয়ার একটি অংশ ঘোষণা করা সমগ্র ডোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভুগলেদার দখলের জন্য মস্কো লড়াই চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের জন্য আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ব্যবহার করেছেন, ১১ মাসব্যাপী আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনকে ‘নব্য-নাৎসি’ বলে অভিহিত করেছেন। পুতিন বলেন, ‘ইতিহাসের পাঠ ভুলে যাওয়ায় তা ভয়ানক ট্র্যাজেডির পুনরাবৃত্তির দিকে নিয়ে যায়।’

পুতিন বলেন, ‘সেই দুষ্টের বিরুদ্ধে আমাদের সৈন্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করছে।’

বিভি/এনএ

মন্তব্য করুন: