• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

প্রকাশিত: ১৮:২৬, ২৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

ছবি: আল জাজিরা

সুইডেন-নেদারল্যান্ডসের পর ডেনমার্কেও পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে মিশর, ইরান, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও পরে তুর্কি দূতাবাসের বাইরে আবারও পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে রাসমুস পালুদানের বিরুদ্ধে। এর আগে সুইডেনেও একই কাণ্ড ঘটিয়েছিলেন কট্টোর ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত সুইডেন-ডেনমার্কের দ্বৈত এই নাগরিক। ন্যাটো সদস্যপদ লাভে স্টকহোমকে তুরস্ক সমর্থন না দেওয়া পর্যন্ত প্রতি শুক্রবার এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এসময় তাকে ঘিরে রাখে ডেনমার্কের দাঙ্গা পুলিশ।

এ ঘটনায় ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এমন উস্কানিমূলক ও ইসলাম বিদ্বেষী ঘটনায় ইউরোপে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নষ্ট হবে। সূত্র: এপি নিউজ 

বিভি/এমআর

মন্তব্য করুন: