• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

পরপর বন্দুক হামলা: অস্ত্র আইন শিথিলের ঘোষণা ইসরায়েলের

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৩০, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পরপর বন্দুক হামলা: অস্ত্র আইন শিথিলের ঘোষণা ইসরায়েলের

ফাইল ছবি

পরপর দুই বন্দুক হামলার জেরে সাধারণ মানুষের জন্য অস্ত্র আইন শিথিলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মাঝেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে ইহুদি উপাসনালয়-সিনাগগের বাইরে হামলার ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। 

জানান, সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্যই অস্ত্র আইনে শিথিলতা প্রয়োজন। এর বাস্তবায়ন হলে নিজেদের কাছে অস্ত্র রাখতে পারবেন সাধারণ ইসরায়েলিরাও। 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ রবিবার। এদিকে শনিবার, সিনাগগের বাইরে সাত জন নিহতের পর ১৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশুর হামলায় ২ ইসরাইলি আহত হওয়ার অভিযোগ উঠেছে।

এতে জেরুজালেমজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চলে ব্যাপক ধর-পাকড়। এরমাঝেই তেল আবিবসহ বিভিন্ন শহরে অব্যাহত আছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। 

সুপ্রিম কোর্ট সংস্কারের দাবি ও কর্তৃত্ববাদী সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে চলতি মাসেই নিহত হয়েছে অন্তত ৩২ ফিলিস্তিনি।

বিভি/রিসি

মন্তব্য করুন: