• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার আবেদন নাকচ জার্মানির

প্রকাশিত: ১৪:৫০, ৩০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার আবেদন নাকচ জার্মানির

চাপের মুখে ইউক্রেনকে ট্যাংক দিতে রাজি হলেও যুদ্ধবিমান দেয়ার আবেদন নাকচ করেছে জার্মানি। এদিকে, অলিম্পিকস টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধের দাবি তুলে প্রত্যাখ্যাত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার (২৯ জানুয়ারি) স্থানীয় এক পত্রিকায় সাক্ষাৎকার দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। 

ইউক্রেনের যুদ্ধবিমান চাওয়ার আবেদনের বিষয়ে তিনি বলেন, বিশ্বনেতাদের অনুরোধে লেপার্ড-টু ট্যাংক দেয়ার সিদ্ধান্ত না নিতেই জার্মানির যুদ্ধবিমান চাচ্ছে ইউক্রেন। এটি জার্মানির অবস্থান হালকা করার অপচেষ্টা বলেছেন শোলৎজ। একে সরকারের প্রতি জনগণের আস্থার অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানির অত্যাধুনিক যুদ্ধবিমান-টর্নেডো চেয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে মেনলিক। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আবেদন প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি জানিয়েছে, বরাবরের মতোই ২০২৪ সালের টুর্নামেন্টে স্বাভাবিকভাবে অংশ নিতে পারবে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। আবেদন প্রত্যাখ্যান হওয়ায় অলিম্পিকস বয়কটের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

বিভি/রিসি

মন্তব্য করুন: