• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩২

প্রকাশিত: ১৭:১৬, ৩০ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:২৪, ৩০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩২

ছবি: বিবিসি

পাকিস্তানের পেশোয়ারে এক মসজিদে জোহরের নামাজের সময় ভয়াবহ হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩২ জন মুসল্লি নিহত হয়েছে, আহত প্রায় দেড় শতাধিক। কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে পেশোয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ওই মসজিদের জোহরের নামাজ আদায়ের জন্য ২০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, জোহরের নামাজের সময় ওই হামলাকারী প্রথম সারিতে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণ ঘটান। এতে মসজিদে থাকায় মুসল্লিদের মধ্যে প্রায় ১৫০ জন আহত হয়। 

এ ঘটনার পরই টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সূত্র: বিবিসি

বিভি/রিসি

মন্তব্য করুন: