• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করলে জেল-জরিমানা  

প্রকাশিত: ২২:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করলে জেল-জরিমানা   

ছবি: পাকিস্তানের সামরিক বাহিনী

পাকিস্তানের সামরিক বাহিনীর অবমাননা বন্ধে কঠোর আইন করছে দেশটির সরকার। ভারসাম্য রক্ষা করতে সামরিক বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে।

প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পাকিস্তানের সেনাবাহিনী কিংবা বিচারবিভাগ নিয়ে সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে ঠাট্টা-রসিকতা কিংবা কলঙ্ক লেপন করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হবে এবং দোষ প্রমাণিত হলো পাকিস্তানের দণ্ডবিধি এবং কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর (সিআরপিসি) অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে সর্বোচ্চ ৫ বছর কারাবাসের সাজা এবং ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও বিচারবিভাগের বিরুদ্ধে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কলঙ্কজনক, অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ বিভিন্ন আক্রমনাত্মক বক্তব্য ও পোস্ট লক্ষ্য করছেন তারা। এসব অনাকাঙ্ক্ষিত আক্রমণ প্রতিহত করতেই আইনটি করা হচ্ছে। সূত্র: ডন

বিভি/এমআর

মন্তব্য করুন: