• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘উপসহকারী প্রকৌশলী’ পদে জনবল নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

প্রকাশিত: ১৮:২৬, ১৬ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
‘উপসহকারী প্রকৌশলী’ পদে জনবল নিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১০ম গ্রেডের এই পদে মোট ৪৯ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী 

পদসংখ্যা: ৪৯টি

যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ-৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ-২.২৫-এর নিচে থাকা যাবে না।
বয়স: ২০২৪ সালের ২০ আগস্ট ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। 

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করে জানা যাবে। এছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে এবং টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৫৮ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়: ২০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর-২০২৪ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: