• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদফতরের সতর্ক বার্তা

প্রকাশিত: ১৩:৪২, ১৩ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদফতরের সতর্ক বার্তা

ফাইল ছবি

চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদফতরের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 

সতর্ক বার্তায় নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। খাদ্য অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ মুজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, খাদ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রয়েছে। পাশাপাশি নিয়োগ বিধি অনুযায়ী বিভিন্ন সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপে দালাল বা প্রতারক শ্রেণি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফরের নিয়োগ সংক্রান্ত কাজে জড়িত কর্মকর্তাদের সংগে পরিচয় আছে বা যোগসাজশ স্থাপন করে দিবেন- এমন প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের নিকট হতে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাদ্য অধিদফতরের অধীন নন-গেজেটেড কর্মচারি নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কোনো ব্যক্তি দালাল বা প্রতারক চক্রের সংগে নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিংবা প্রতারণা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া অধিদফরের কোনো কর্মকর্তা-কর্মচারির নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক কর্মকাণ্ড বা আর্থিক অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: