• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু  

প্রকাশিত: ১০:৩১, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু  

ফাইল ছবি

৪১তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে পিএসসি। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশকিছু শর্ত মেনে পরীক্ষায় বসতে হবে। কোনো পরীক্ষার্থী এসব শর্ত ভঙ্গ করলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কেন্দ্রের মধ্যে কারো কাছে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তাহলে তাকে বহিষ্কারসহ পিএসসি’র সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অযোগ্য বলে ঘোষণা করা হবে।

গত ১ আগস্ট ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে মোট ২১ হাজার ৫৬ জন পাস করেন। ২০১৯ সালের নভেম্বরে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: