• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ঘোষণা নিয়ে কথা বললেন ডিজি

প্রকাশিত: ২৩:০০, ২৩ নভেম্বর ২০২২

আপডেট: ২৩:০৩, ২৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ঘোষণা নিয়ে কথা বললেন ডিজি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাকরীপ্রার্থীরা। গত ১২ অক্টোবর এই নিয়োগের মৌখিক পরীক্ষার সবগুলো ধাপ শেষ হয়েছিল। তবে এখনো ঘোষণা হয়নি চূড়ান্ত ফল।

বারবার দিনক্ষণ ঘোষণার কথা বলা হলেও সঠিক তারিখ বলা সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

আরও পড়ুন: 

 

বুধবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান শাহ রেজওয়ান হায়াত। তিনি জানান, “এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না কবে ফল প্রকাশিত হবে, তবে এ মাসের মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফল দেওয়া হবে।”

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আমিনুল ইসলাম বলেছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে। তবে তখন তা প্রকাশ করা হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হলেও শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন মাধ্যমে ৫৮ হাজার নিয়োগের গুঞ্জন ওঠে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।গত ২২ এপ্রিল এই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়। এরপর তিন ধাপের লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: