• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ, যেভাবে করবেন আবেদন 

প্রকাশিত: ১১:০৭, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ, যেভাবে করবেন আবেদন 

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ‘সার্জেন্ট’ পদে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ ডিসেম্বর। 

কীভাবে আবেদন করবেন- 

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। দুটি ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। জানুন নিয়মাবলি- 

প্রথম ধাপ

শুরুতে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET) -এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। এই লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া এই লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। 

আবেদন ফরম পূরণ করার কিছুক্ষণের মধ্যে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। 

অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮o Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন ফর্মে অবশ্যই শতভাগ সঠিক তথ্য প্রদান করতে হবে। 

দ্বিতীয় ধাপ

আবেদন ফরম পূরণের পর ফি জমাদানের ধাপটি পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SER < space > USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। উদাহরণ: SER ABCDEF

ফিরতি ম্যাসেজ আসবে: "Applicant's Name", TK 40 /- will be charged as service charge for PET of Sergeant Recruitment Application. Your PIN NUMBER is XXXXXXXXXX (10 digits). To pay fee, type SER<space>YES<space>PIN NUMBER & Send to 16222. 

>> আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে ক্যারিয়ার গড়ার সুযোগ

দ্বিতীয় এসএমএস (SMS): SER <space> YES <space> PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে: উদাহরণ: SER YES xxxxxxxxxxx

ফিরতি ম্যাসেজ আসবে: Congrats! "Applicant's Name", Your payment has been completed successfully for the application of PET of Sergeant Recruitment Examination 2022. USER ID is (ABCDEF) and PASSWORD is (XXXXXXXXXX). 

police

USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করবেন যেভাবে

যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ এসএমএস এর মাধ্যমে USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবেন। 

USER ID জানা থাকলে SER<space> HELP <space> USER <space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। উদাহরণ: SER HELP USER ABCDEF

PIN NUMBER জানা থাকলে SER <space> HELP <space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। উদাহরণ: SER HELP PIN XXXXXXXXXX

এছাড়াও অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যেকোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেওয়া যাবে। 

বিভি/এনএম

মন্তব্য করুন: