• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

৩ দশকের রেকর্ড ভাঙলেন সেনা ও নৌবাহিনীর অ্যাথলেটরা

প্রকাশিত: ১১:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
৩ দশকের রেকর্ড ভাঙলেন সেনা ও নৌবাহিনীর অ্যাথলেটরা

জাতীয় সামার অ্যাথলেটিকসে তিনটি রেকর্ড ভেঙেছে সেনাবাহিনী ও বিমানবাহিনীর অ্যাথলেটরা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৪*১০০ মিটার রিলেতে ৩৩ বছর পুরনো রেকর্ডটি ভেঙেছে বাংলাদেশ সেনাবাহিনীর চার অ্যাথলেট। আর ২০০ মিটার স্প্রিন্টে ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল হাসান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভেঙেছে দুটি রেকর্ড।

১৯৮৯ সালে ইসলামাবাদ সাফ গেমসে এই ইভেন্টে ৪০ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে ৪*১০০ মিটার রিলেতে রেকর্ড করেছিলেন শাহ জালাল, শাহ আলম, শাহান উদ্দিন ও মিলজান হোসেন। সেই রেকর্ড শনিবার ভেঙে নতুন রেকর্ড করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চার অ্যাথলেট ইমরানুর রহমান, আব্দুল মোত্তালেব, শরিফুল ও আফজাল খাঁ। তারা সময় নিয়েছেন ৪০ মিনিট ৪৫ সেকেন্ড।

এদিকে ২০০ মিটার স্প্রিন্টের পুরুষ ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল হাসান। তিনি সময় নিয়েছেন ২০ মিনিট ৭৮ সেকেন্ড (হ্যান্ড টাইমিং এ রেকর্ড)। এ ছাড়া ২০০ মিটার স্প্রিন্টের নারী বিভাগের স্বর্ণ জিতেছেন শিরিন আক্তার। দ্রুততম মানবী শিরিন আক্তার ২০০ মিটারে সময় নিয়েছেন ২৪ মিনিট ৫২ সেকেন্ড (হ্যান্ড টাইমিং) ২৫ মিনিট ৭ সেকেন্ড (ই)।

এ ছাড়া ১৯৯৭ সালে গড়া আখেরুন নেছার জ্যাভলিন থ্রোর রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম। ২৬ বছর আগে গড়া নেছার দূরত্ব ছিল ৪৫.১৪ মিটার। তা ভেঙে জান্নাত বেগম ৪৬.০৬ মিটার দূরত্ব।

বিভি/টিটি

মন্তব্য করুন: