'চয়েজ টু চ্যালেঞ্জ' প্রতিপাদ্যে নারী দিবসে গারো বিউটিশিয়ানদের অবস্থান কর্মসূচি

'চয়েজ টু চ্যালেঞ্জ' প্রতিপাদ্যে আর্ন্তজাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গারো বিউটি পার্লার ওনার্স ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার দুপুরে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
[caption id="attachment_77497" align="aligncenter" width="844"]সভাপতি মিসেস স্বপ্না আজিম[/caption]
বাংলাদেশ গারো বিউটি পার্লার ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি স্বপ্না আজিম বলেন, বাংলাদেশ এগিয়েছে, কিন্তু বাংলাদেশে বসবাসরত ৪৫টি জাতি সত্ত্বার আদিবাসী সম্প্রদায়ের নারীদের পথচলা বৈষম্যমুক্ত নয়। আদিবাসী নারীরা পুরুষদের সাথে পাল্লা দিয়ে, চাকরি, ব্যবসা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। আজিম বলেন, বিশেষ করে নাসিং ও বিউটি পার্লার সেক্টরে গারো নারীদের অবদান চোখে পড়ার মতো। তিনি বলেন, তিন লাখের বেশি বিউটি পার্লারে উদ্যোক্তা ও কর্মী আছে ১০ লাখের ও বেশি। করোনাকালীন সময়ে ব্যবসা মন্দা হওয়ায় অতিকষ্টে দিনাতিপাত করছেন তারা। তাই গারো এই জনগোষ্ঠীকে সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় আনা এখন সময়ের দাবি।
[caption id="attachment_77498" align="aligncenter" width="871"] সেক্রেটারী মেংচি লুসি দ্রং[/caption]
সংগঠনের সেক্রেটারি মেংচি লুসি দ্রং বলেন, ঢাকা ও এর আশপাশের কমপক্ষে ১৫০ টি বিউটি পার্লার বর্তমানে এ সংগঠনের সাথে যুক্ত। পর্যায়ক্রমে সারা দেশের গারো বিউটিপার্লারগুলোকে এর আওতায় আনা হবে। তিনি বলেন, সংগঠনটি ২০২০ সাল থেকে যাত্রা শুরু করে আদিবাসী গারো বিউটিশিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।
লুসি বলেন, সংগঠনটির অ্যাডভাইজার প্রতাপ রেমা, হেবিনা আজিম, নিখিল মানখীন, নিপারসন আজিম, ও সুলেখা ম্রং এর যোগ্য পরামর্শে আদিবাসী গারো বিউটিশিয়ানদের এই সংগঠনটি খুব দ্রতই গারো বিউটিশিয়ানাদের মাঝে স্থান করে নেবে।
বিভি/এইচএস/এনজি