• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এই রোদ, এই বৃষ্টি; আবহাওয়া পরিবর্তনে বেড়েছে সাইনাসের ব্যথা! 

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
এই রোদ, এই বৃষ্টি; আবহাওয়া পরিবর্তনে বেড়েছে সাইনাসের ব্যথা! 

বর্তমান আবহাওয়া যেন যুৎসই নয়। এই প্রখর রোদ আবার এই হচ্ছে ঝড়-বৃষ্টি। কিছুদিন পরপরই হচ্ছে সর্দি, কাশি, জ্বর। তার থেকে শুরু মাথা ব্যথা আর নাক বন্ধ। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য যেন এমন আবহাওয়া আরও কষ্টের। কষ্টকর এই সমস্যা থেকে মুক্তি পেতে কত কিছুই তো করেছেন। তাই এবার ঘরোয়া ৫ উপায় কাজে লাগিয়ে দেখুন-

স্যুপ 

সবজি কিংবা মুরগির মাংস দিয়ে স্যুপ বানিয়ে নিন। তবে এতে বেশি করে আদা ও রসুন থেতু করে দিয়ে রান্না করুন। এই স্যুপ সারাদিন দফায় দফায় গরম করে খান। স্যুপের পুষ্টিগুণ ও উষ্ণতা শরীরকে চাঙ্গা করে দেবে। কাজেও মনোযোগ ফিরে পাবেন।

ভেষজ চা

শরীরের জন্য বেশ উপকারী ভেষজ চা। এই চায়ে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। সর্দি কাশির মতো সমস্যায় দ্রুত স্বস্তি দেয় ভেষজ চা। সাইনাসের সমস্যাও সারিয়ে তোলে এটি।

হলুদ দুধ

এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান। সাইনাসের সমস্যায় হলুদ দুধ বেশ ভালো কাজ করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে সহজে সাইনাস কাবু করতে পারে না।

 

গরম পানি

হাতের কাছে থাকা এই উপাদানটি সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। গরম পানি পান করুন। চাইলে এর মধ্যে এক চিমটে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই পানি পান করলে সাইনাসের ব্যথা উধাও হবেই।

 

দই ও ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলা

অনেকেরই প্রিয় খাবার দই। তবে সাইনাসের সমস্যা থাকলে এই খাবার এড়িয়ে চলুন। কারণ দই খেলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। দই ও ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললেই ভালো থাকবেন আপনি। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2