• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে যে বিষয়গুলি মেনে চলবেন

প্রকাশিত: ১০:২৪, ১০ জুন ২০২৪

ফন্ট সাইজ
প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে যে বিষয়গুলি মেনে চলবেন

সঙ্গীর প্রতি বুক ভরা ভালবাসা থাকলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, এমন নয়। তাই সঙ্গীর সঙ্গে দীর্ঘ পথ হাঁটতে আবেগে ডুবে না গিয়ে কিছু বিষয় মাথায় রাখাও জরুরি।

১. একে-অপরের অপছন্দের বিষয়গুলি মনের মধ্যে চেপে রাখবেন না। সরাসরি সঙ্গীকে জানিয়ে দিন। দোষে-গুণেই মানুষ। এক জনের সব কাজকর্ম মনের মতো হবে, এমন কোনও মানে নেই। যে আচরণগুলি আপনার পছন্দ নয়, সেটা নিয়ে কথা বলুন। মানিয়ে নেওয়ার পরিকল্পনা সম্পর্কের ক্ষতি করতে পারে।

২. নতুন হোক কিংবা পুরনো, সম্পর্ককে সময় দেওয়া জরুরি। প্রথম প্রেমের ক্ষেত্রে তো এই বিষয়টিতে আরও বেশি করে নজর দেওয়া জরুরি। কাজ আর ব্যস্ততা থাকবেই, তার মধ্যেই নতুন সম্পর্ককে সময় দিতে হবে।

৩. পারস্পরিক বোঝাপড়া হল সম্পর্কের অদৃশ্য সুতো। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভাল। তার জন্য খোলাখুলি কথা বলা জরুরি। যত কথা বলবেন, ভুল বোঝবুঝি তত মিটে যাবে।

৪. ভালবাসেন মানেই সঙ্গীর ব্যক্তিগত জীবনে আপনার প্রবেশ অবাধ, তা কিন্তু নয়। সব সম্পর্কেই একটা সীমা থাকা উচিত। প্রেমের সম্পর্কও তার বাইরে নয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: