• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি কদর বেড়েছে হিজাব ও বোরকার

প্রকাশিত: ০০:৩২, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি কদর বেড়েছে হিজাব ও বোরকার

শেষ সময়ে জমে উঠেছে ঈদুল আযহার উপলক্ষে কেনাকাটা। পোশাক আশাকের পাশাপাশি কদর বেড়েছে হিজাব ও বোরকার। কোরবানির ঈদকে সামনে রেখে হিজাব ও বোরকার নামকরা ব্র্যান্ড-''ময়ুর'' এ বেড়েছে বেচাবিক্রি। এদিকে, ঈদ উপলক্ষে ময়ুর থেকে কেনাকাটার দাম বিকাশে পরিশোধে মিলছে নগদ ক্যাশব্যাক। 

বোরকা ও হিজাব মুসলমান নারীদের পোশাকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রতিবারের মতো এবারের ঈদেও নারীদের জন্য নান্দনিক সব ডিজাইনের হিজাব ও বোরকার সংযোজন করেছে জনপ্রিয় ব্র্যান্ড 'ময়ুর'। 

নিজস্ব কারখানায় হিজাব ও বোরকা তৈরি করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা বোরকা। মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। 

কেনাকাটা শেষ করে অনেকেই বোরকা কিনতে আসেন ময়ুরের আউটলেটে। পছন্দ হলেই কিনে নিচ্ছেন নিজের কিংবা পরিবারের জন্য। 

এদিকে, ময়ুরের আউটলেট থেকে কেনাকাটার পেমেন্ট  বিকাশ করলে মিলছে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। 

ঈদ কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক অফার থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।

বিভি/রিসি

মন্তব্য করুন: