দিন দিন মনের মিল কমছে, ঘনিষ্ঠতা বাড়াতে যে পথে হাটবেন
প্রতিকী ছবি
কোনও সম্পর্ক গড়ে তোলা সহজ। তবে তা শেষ অবধি টিকিয়ে রাখা বেশ কঠিন ব্যাপার। এর মাঝে বহু ঝড়-ঝাপটা, ভুল বোঝাবুঝি যেকোনও সম্পর্ককে একেবারে শেষ করে দিতে পারে। তবে পার্টনারকে কিছু প্রশ্ন করে মনের কথা জানতে পারলে ডুবতে থাকা সম্পর্কও কিন্তু বেঁচে উঠবে।
নিজেকে প্রশ্ন করুন, দিনের কতটা সময়ই বা আপনি পার্টনারের সঙ্গে কাটান। সদুত্তর না পেলে একটু সময় দিয়ে ভাবুন। প্রচেষ্টার অভাবেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ছে কিনা খতিয়ে দেখুন। এই দূরত্ব কমিয়ে আনার জন্য অস্ত্র করুন কিছু প্রশ্নকেই। আজ এমন কিছু প্রশ্ন রইল এই প্রতিবেদনে যা পার্টনারকে করলে আপনাদের মধ্যে দূরত্ব কমবে।
প্রথম প্রশ্ন: যেকোনও সম্পর্কেই একে অপরকে জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। পার্টনারের মনের কথা জানতে পারলে সম্পর্ক টিকিয়ে রাখার সিক্রেট চাবিই চলে আসবে আপনার হাতে। এই মনের কথা জানার একমাত্র উপায়ই হল কমিউনিকেশন। একে অপরকে মুখোমুখি বসে কথা বলতে হবে। প্রশ্ন করতে হবে। এমন কিছু প্রশ্ন রয়েছে যা আপনার ও পার্টনারের মধ্যেকার দূরত্বকে নিমেষে ভ্যানিশ করতে পারে।
প্রথমে এমনি সাধারণ কথাবার্তা শুরু করুন। কথা বলার ফাঁকেই মনের কথা জিজ্ঞাসা করে নিন। আপনার কোনও কথা বা কাজে তিনি কখনও দুঃখ পেয়েছেন কিনা প্রশ্ন করুন। সেই ঘটনার কথা মনে পড়লে এখনও তার কষ্ট হয় কি? এই প্রশ্নটি করতেও কিন্তু ভুলবেন না। আপনি এই প্রশ্ন করলে নিজের মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন পার্টনার। তাতে দু’জনের মধ্যেকার ভুল বোঝাবুঝিও দূর হবে। কাছে আসবে দুটি মন।
এই প্রশ্নটিও করতে পারেন: মনে রাখবেন প্রশ্ন-উত্তরের মাধ্যমেই দু’জনের অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে সহজে। তাই প্রশ্ন করুন মন খুলে। পার্টনারকে জিজ্ঞাসা করুন তাঁর কোনও কথা বা স্বভাবকে আপনি ভুলভাবে ব্যাখ্যা করছেন কিনা। প্রশ্ন করুন, “তোমার এমন কোনও দিক রয়েছে যা আমি বুঝতে চাই না বা বুঝতে পারি না?” আপনি স্বতঃস্ফূর্তভাবে এই প্রশ্ন করলে পার্টনার সঙ্কোচ কাটিয়ে নিজে থেকেই হয়তো কিছু শেয়ার করার জায়গা পাবে। সম্পর্কে প্রত্যেককে এই জায়গা দেওয়া খুব জরুরি।
তৃতীয় প্রশ্ন কী?: ভুল দিকে মোড় নিয়েছে আপনার সম্পর্ক? তাহলে এই তৃতীয় প্রশ্নই আপনাকে সঠিক পথে নিয়ে আসতে পারে। তাঁকে জিজ্ঞাসা করুন, “আমাদের সম্পর্কের কোন বিষয় নিয়ে তোমার সবসময় ভয় করে বা তুমি অসন্তুষ্ট?” এই প্রশ্নের উত্তর বেশ মনোযোগ দিয়ে শুনুন। আর ভবিষ্যতে সেই ভয় কাটানোর জন্য একসঙ্গে পদক্ষেপ করুন। তাতেই সম্পর্ক আরও মজবুত হবে।
সম্পর্ক বাঁচাবে চতুর্থ প্রশ্ন: পার্টনারকে চতুর্থ প্রশ্ন করতে একেবারেই ভুলবেন না। এই প্রশ্নের উত্তর নিজের সঙ্গীর মুখ থেকে শুনতে চান সকলেই। তাই দ্বিধা না করে জিজ্ঞাসা করেই ফেলুন, আপনার কোন বিষয়টির জন্য আপনি তাঁর কাছে সবার থেকে আলাদা। এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত হবে। আপনার মুখ থেকে প্রশংসা শুনে আহ্লাদে আটখানা হয়ে যাবেন সঙ্গী।
শেষ প্রশ্নেই বাজিমাত করুন: ৬ মাস অন্তর বা বছরে একবার এই প্রশ্ন অবশ্যই পার্টনারকে করুন। প্রশ্নটি হল, “আমাদের সম্পর্কের বিষয়ে যদি কোনও একটি জিনিস পরিবর্তন করতে চাও তাহলে সেটা কী হবে?” এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্টনার নিজের মনের কথা আপনার সামনে বলে ফেলবেন। তাতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্বও অনেকটা কমে আসবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: