• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে পাঁচ কারণে প্রেমিককে এড়িয়ে চলেন প্রেমিকা!

প্রকাশিত: ১২:৪৭, ২৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
যে পাঁচ কারণে প্রেমিককে এড়িয়ে চলেন প্রেমিকা!

প্রতিকী ছবি

সব পুরুষই প্রেমের জোয়ারে ভেসে যেতে চান। কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য মহিলারা তাদের তেমন একটা পাত্তা দেন না। আর কোনও কোনও মহিলা যদি তাদের সঙ্গে সম্পর্কে চলেও যান, সেক্ষেত্রেও খুব বেশিদিন সম্পর্ক টেকে না। তাই আর সময় নষ্ট না করে এই নিবন্ধ থেকেই এমন ৫ পুরুষের সম্পর্কে জেনে নিন, যাদের মহিলারা এড়িয়ে চলতে চান। আর আপনার মধ্যেও যদি এমন বদগুণ থাকে, তাহলে নিজেকে শুধরে নেওয়ার কাজে লেগে পড়ুন। নইলে সারাজীবন কিন্তু সিঙ্গল থেকেই জীবন কাটাতে হবে। তাই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়ার।

১. ​স্বার্থপর হলেই মুশকিল​: মহিলারা সাধারণত নিজের জন্য এমন একজন পুরুষকে চান, যিনি তার জন্য সবকিছু করতে রাজি থাকবেন। তবে অনেক পুরুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে অন্যদের কথা ভাবার তাদের আর কোনও জায়গা থাকে না। আর এমন পুরুষদেরই এড়িয়ে চলেন মহিলারা। তাই আপনারও যদি সব সময় নিজের স্বার্থ দেখে চলার অভ্যাস থাকে, তাহলে শুধরে যান। চেষ্টা করুন নিজের পরিবারের, নিজের বন্ধুবান্ধবদের জন্য একটু স্বার্থত্যাগ করার। আশা করছি, তাহলেই মহিলাদের মন পাবেন।

২. মিথ্যে বললেই বিপদ​: অনেকে কারণে-অকারণে মিথ্যে বলেন। আর সেই সুবাদে পরিবারের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলে তাদের মিথ্যুক বলে পরিচিতি তৈরি হয়। যার ফলে কোনও মহিলা আর তাদের কাছে ঘেঁষতে চান না। তাই আপনারও যদি এমন দুর্নাম থাকে, তাহলে আজ থেকেই নিজের ভুল শুধরানোর কাজে লেগে পড়ুন। এক্ষেত্রে খুব প্রয়োজন না পড়লে মিথ্যে বলবেন না। ব্যস, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দুর্নাম ঘুচবে। তারপর পছন্দের নারী আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন।

৩. অনেক মহিলা সঙ্গ থাকলে সাবধান: কিছু কিছু পুরুষ আবার একই সময়ে অনেকের সঙ্গে প্রেমলীলায় ব্যস্ত থাকেন। আর তাদের এই বদভ্যাস যখন মহিলা মহলের সামনে চলে আসে, তখন তারা সমবেতভাবে সেই পুরুষকে বয়কট করেন। তাই আপনার মধ্যেও যদি এই বদভ্যাস থাকে, তাহলে আজ থেকেই নিজেকে শুধরে নেওয়ার কাজে লেগে পড়ুন। সবদিক থেকে চোখ সরিয়ে শুধু একজনকে ভালোবাসার চেষ্টা করুন। তাহলেই দেখবেন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

৪. বেশি বকলে সমস্যা: অনেক পুরুষের জ্ঞানের শেষ নেই। তারা সময় পেলেই মন খুলে জ্ঞান দিতে শুরু করে দেন। তাই পরিচিতদের মধ্যে তাদের নাম দাঁড়ায় জ্ঞানদা। আর এমন পুরুষদের থেকে শতহস্ত দূরে থাকেন মহিলারা। তাই আপনারও যদি কথায় কথায় জ্ঞান দেওয়ার অভ্যাস থাকে, তাহলে একটু চুপ করে যান। নিজের জ্ঞান নিজের মধ্যেই সঞ্চিত রাখুন। তাহলেই দেখবেন মহিলারা আপনার দিকে আকৃষ্ট হবেন। তাই আজ থেকেই নিজেকে বদলে ফেলার কাজে লেগে পড়ুন।

৫. নেশাতেই সব শেষ​: আজকাল অনেকের কাছেই নেশাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁরা নিয়মিত নেশা করেন। আর এমনতর পুরুষকে দেখলেই ভয় পেয়ে যান মহিলারা। তাঁরা এনাদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে চান। তাই প্রেমের জোয়ারে ভাসতে চাইলে নেশার ফাঁদ কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। এই কাজটা করলেই কিন্তু পছন্দের মহিলার মন পাবেন। এমনকী আপনার শরীর ও স্বাস্থ্যের হালও ফিরবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: