অং সাং সুচিকে শেষ সুযোগ দেয়া হলো বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
এদিকে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সব গোষ্ঠীকে এক হতে ফেসবুকে আহ্বান জানিয়ছেন মিয়ানমার সেনা প্রধান মিন অং হলাইয়াং।জাতিসংঘের ৭২ তম অধিবেশন উপলক্ষে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সুচি এখনই সঠিক ভূমিকা না নিলে পরিস্থিতি ভয়ঙ্কর রুপ নেবে বলে সতর্ক করেন তিনি। রাখাইনে এখনও সেনা অভিযান চলছে উল্লেখ করে তিনি জানান, রোহিঙ্গা নিধন বন্ধে এখনই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার উপযুক্ত সময়। না হলে পরবর্তীতে সেনাদের থামানো কঠিন হবে। রাখাইন রাজ্য হবে জনমানবশুন্য। দীর্ঘদিন ধরে সেনা সরকার শাসিত মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা আরও বাড়বে বলেও জানিয়েছেন গুতেরেস। এদিকে, রোহিঙ্গা সঙ্কটকে বাঙ্গালি ইস্যু বলে এর বিরুদ্ধে মিয়ানমারের সবাইকে এক হতে ফেসবুকে আহ্বান জানিয়ছেন মিয়ানমার সেনা প্রধান মিন অং হলাইয়াং। তিনি বলেন, রোহিঙ্গারা কখনো মিয়ানমারের নাগরিক ছিলো না। তারা বাংলাদেশ থেকে এখানে এসেছে।
মন্তব্য করুন: