সাধারন মানুষ চাল কিনে খেতে পারছে না- নজরুল ইসলাম খান
সরকারের অব্যবস্থাপনার ফলে চালের দাম সীমাহীনভাবে বাড়ছে। সাধারন মানুষ চাল কিনে খেতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা বলেন বলেন, ত্রান নিয়ে বড় বড় কথা বললেও এখনো রোহিঙ্গারা সরকারি ত্রান পাচ্ছে না।
সরকারের ব্যর্থতার কারনেই মিয়ানমার বারবার আকাশ সীমা লংঘন করছে অভিযোগ করে নেতারা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কুটনৈতিক চাপ আরো বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মিয়ানমারের নেত্রী অং সান সুচির কর্মকান্ডের মধ্যে কোনো ফারাক নেই বলে মন্তব্য করেন তারা। মানববন্ধনে চাল দাম বাড়ার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মন্তব্য করুন: