• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মিয়ানমারকে মোকাবিলা করতে সেনাবাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭:০৭, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিয়ানমারকে মোকাবিলা করতে সেনাবাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, 'যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমরা কাউকে ভয় করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মোকাবিলায় প্রস্তুত আছি।'

আরও পড়ুন: বিএনপির মিছিলে পুলিশের বাধার পর ব্যাপক সংঘর্ষ

বুধবার (২১ সেপ্টেম্বর) তিন বাহিনীর (বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনী, বাংলাদেশ বিমান) প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে বিশেষ বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'মিয়ানমার নিজেদের অভ্যন্তরে নানা কার্যক্রম চালাচ্ছে, যেটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না।'

আরও পড়ুন: মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে যা বললেন সেনাপ্রধান (ভিডিও)

বিভি/টিটি

মন্তব্য করুন: