• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হাতিরঝিলে হিজড়াদের উৎপাত, টাকা না দেওয়ায় দম্পতিকে মারধর

প্রকাশিত: ১৯:৪৪, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ২০:০৬, ২২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হাতিরঝিলে হিজড়াদের উৎপাত, টাকা না দেওয়ায় দম্পতিকে মারধর

রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা দর্শনার্থীদের সংগে টাকা তোলা নিয়ে হিজড়াদের বাকবিতণ্ডার অভিযোগ নতুন নয়। এবার টাকা না দেওয়ায় এক দম্পতিকে তারা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে সস্ত্রীক হাতিরঝিলে ঘুরতে এসে হিজড়াদের দ্বারা প্রহারের শিকার হয়েছেন রনি (২৫) নামের এক যুবক। এসময় হেনস্তার শিকার হয়েছেন তাঁর স্ত্রীও। এ ঘটনায় ভুক্তভোগী ওই দম্পতি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তথ্যটি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বাংলাভিশন ডিজিটালকে বলেন, ভুক্তভোগী একটা অভিযোগ দায়ের করতে থানায় আসছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনও হিজড়াকে গ্রেফতার বা আটক করতে পেরেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে জানানো হবে।

আরও পড়ুন:
তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
কারওয়ানবাজারে মালবাহী ট্রেন লাইনচ্যুত
‘যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না, তারা অপপ্রচার করছে’
কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল হোসেনঃ এসপি

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

তবে থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় তিনজন হিজড়াকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

ভুক্তভোগী রনি বলেন, বিকেলে হাতিরঝিলের বেগুন বাড়ি এলাকায় ঘুরতে আসি। সেখানে কিছুক্ষণ বসার পর তিন-চারজন হিজড়া এসে টাকা চাইলো। তখন ২০ টাকা দিয়েছি। তারা ২০ টাকার নিচে নেয় না। এর কিছুক্ষণ পর আবারও আরেকটা দল এসে টাকা চাইছে। তখন শুধু বললাম একবার দিছি। সারাদিন কি টাকা দিবো নাকি। এটা বলায় তারা অশ্লীল অঙ্গভঙ্গি করে আমাদেরকে হেনস্তা করছিলো। এর প্রতিবাদ করায় আমার গায়ে হাত তুলেছে। পিটিয়ে রক্তাক্ত করেছে। আমার স্ত্রীকে হেনস্তা করেছে তারা।

তিনি বলেন, আমি এঘটনার আইনি প্রতিকার চাইতে হাতিরঝিল থানায় এসেছি। অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

বিভি/এসএইচ/এসডি

মন্তব্য করুন: