• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ কর্মী

প্রকাশিত: ০৯:৪৭, ১০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ কর্মী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশু জবেহর ফলে সৃষ্ট এবং ও পশুর হাটের বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ জন কর্মী নিয়োজিত থাকবে। এসব বর্জ্য অপসারণে কর্মীদের সঙ্গে থাকবে ডাম্প ট্রাক, হুইল লোডার, স্কেভেটর, বুলডোজার, ছোট ও বড় খোলা ট্রাক ও পানির গাড়িসহ ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি)।

শনিবার (৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্জ্য অপসারণে ১ লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে। 

রবিবার (১০ জুলাই) দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।  বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। রবিবার দুপুর ২টা থেকে সে টিমগুলোও মাঠে থাকবে।

বিভি/এনএ

মন্তব্য করুন: