• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ভোটগ্রহণ শেষ, অর্ধেক ভোটও কাস্ট হয়নি অধিকাংশ কেন্দ্রে

প্রকাশিত: ১৬:২৪, ১৬ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৩৪, ১৬ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ভোটগ্রহণ শেষ, অর্ধেক ভোটও কাস্ট হয়নি অধিকাংশ কেন্দ্রে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে অর্ধেক ভোটও কাস্ট হয়নি অধিকাংশ কেন্দ্রে।

কেন্দ্র পরিদর্শনে এসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট ছিলো।

 

একনজরে নারায়ণগঞ্জ সিটি ভোটঃ

মেয়র পদ একটি। মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেনঃ 
খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), 
স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), 
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), 
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), 
বাংলদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), 
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও 
বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)।

৯টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ভোটকেন্দ্রঃ ১৯২টি।
ভোটকক্ষঃ ১,৩৩৩টি।
ইভিএমঃ ২,৯১২ ইউনিট।
স্মার্টবুথঃ দুইটি কেন্দ্র। মডার্ণ গার্লস স্কুল (১২৩ ও ১২১ কেন্দ্র), ওয়ার্ড নম্বর- ৬।

ভোটারঃ পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন।
পুরুষ ভোটারঃ দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন।
নারী ভোটারঃ দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন।
হিজড়া ভোটারঃ চার জন।

 

আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনঃ

সাধারণ ভোটকেন্দ্রে ১৫ জনঃ
অস্ত্রসহ পুলিশ তিনজন (একজন এসআই/এএসআই ও দুইজন কনস্টেবল), অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি ও একজন এপিসি এবং লাঠিসহ দশজন অঙ্গীভূত আনসার/ভিডিপি (চারজন নারী ও ছয়জন পুরুষ)।

 

গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জনঃ
অস্ত্রসহ পুলিশ চারজন (একজন এসআই/এএসআই ও তিনজন কনস্টেবল), অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি ও একজন এপিসি এবং লাঠিসহ দশজন অঙ্গীভূত আনসার/ভিডিপি (চারজন নারী ও ছয়জন পুরুষ)।

 

মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সঃ
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স (প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি) মোট ২৭টি
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স (প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি) মোট ৯টি এবং 
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স (প্রতি থানায় একটি) মোট চারটি টিম থাকবে।


নিরাপত্তার দায়িত্বে আরও থাকবে র‌্যাবের ২৭টি টিম।

প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ৩৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। 

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ২৮ ডিসেম্বর প্রতীক পেয়ে প্রচারণায় নামেন প্রার্থীরা। 

২০১১-এ সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার এই সিটিতে হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার নয়টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬-এ সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে।


 

বিভি/রিসি 

মন্তব্য করুন: