• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জনগণ ভোট দিতে পারেনি, ভেতরেও ইঞ্জিনিয়ারিং হয়েছেঃ তৈমূর

প্রকাশিত: ২১:২৮, ১৬ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
জনগণ ভোট দিতে পারেনি, ভেতরেও ইঞ্জিনিয়ারিং হয়েছেঃ তৈমূর

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, জনগণ আমাকে নির্বাচনে সর্বাত্মক সমর্থন দিয়েছে। সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কিন্তু ইভিএম-এর কারচুপির জন্য আমার পরাজয় হয়েছে। 

তিনি বলেন, এই পরাজয়কে আমি পরাজয় মনে করি না। আমি ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি স্বত্বস্ফূর্ত মনে করি। কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। ভেতরেও একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। নইলে এতো ব্যবধান (ভোট) হতে পারে না। 

রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নাসিক নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন তৈমূর। 

ডা. সেলিনা হায়াৎ আইভী’র বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি তাঁর বিষয়ে আগেও কিছু বলি নাই। এখনো কিছু বলবো না। খেলা হয়েছে সরকার বনাম তৈমূর আলম। 

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, রাজনীতি করতে দল লাগে না। তৈমূর আলম খন্দকারের পদ-পদবির দরকার নাই। তবে বিএনপি আমার রক্তের সংগে মিশে আছে। এটা নিয়েই আমি মরতে চাই।   

নির্বাচন চলাকালে কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করা হয়েছে অভিযোগ করে তৈমূর বলেন, নির্বাচনের দিন বিভিন্ন স্থান থেকে আমার নয় জন কর্মীকে আটক করা হয়েছে।

বিভি/এইচকে/এসডি

মন্তব্য করুন: