রিজভীকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী মানসিক রোগে আক্রান্ত, তাকে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ বিরাজমান-এমন কথা বলায় মনে হচ্ছে রিজভীর মানসিক পরীক্ষা করা দরকার। দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই মন্তব্য করে তিনি বলেন, সবাই খেতে পারছে।
পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির আমলেই বেশিরভাগ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া সে অর্থ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মান লন্ডারিংয়ে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশে এসে এপিআই সাক্ষী দিয়ে গেছে। এ কারণে তার শাস্তি হয়েছে বলেও জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও অন্যান্য সদস্য মিলে ১৮০ জনকে আগামী সপ্তাহে ফেরত পাঠানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিভি/রিসি
মন্তব্য করুন: