• NEWS PORTAL

  • রবিবার, ১৪ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফ্রেন্ডশিপ পর্বত জয় করে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি যুবক

প্রকাশিত: ১৬:২৬, ২১ জুন ২০২৪

ফন্ট সাইজ
ফ্রেন্ডশিপ পর্বত জয় করে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি যুবক

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জে ৫২৮৯ মিটার উচ্চতার ফ্রেন্ডশিপ পর্বত জয় করলেন বাংলাদেশি যুবক জাফর সাদেক। পর্বতটি জয় করে সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেন এই পর্বতজয়ী।

গত বুধবার (১৯ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের এই পর্বতারোহী ফ্রেন্ডশিপ পর্বতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন।

পর্বতারোহী জাফর সাদেক জানান, ফ্রেন্ডশিপ পর্বতের আশেপাশে হনুমান টিব্বা (৫৪৯০ মিটার), শেটিধর (৫২৫০ মিটার), লাদাখি (৫৫৩৬ মিটার), মানালি চূড়া (৫৭৩৫ মিটার), মকর বেহ (৬০৭০ মিটার) এবং শিকার বেহ (৬২০০ মিটার) এর মতো আরও নাম না জানা পর্বতশৃঙ্গ ছড়িয়ে আছে।

বাংলাদেশের পতাকাও উড়িয়েছেন তিনি

এছাড়াও চূড়ায় যাওয়ার পথে সমস্ত পর্বতের টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, যেমন- মোরাইন, হিমবাহ, ক্রেভাস এবং আইস প্যাচগুলির বৈচিত্রময়তা। বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল এবং ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরামার দৃশ্য এই পর্বতের  সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2