• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কোটার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা

প্রকাশিত: ১৪:১১, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
কোটার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা

কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম মহানগরীর ষোলোশহর রেলস্টেশনে জমায়েত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখান থেকে শুরু হয় পদযাত্রা। নগরীর দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আট কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহে টাউন হল মোড় থেকে গণপদযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়। বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। নাটোর প্রেসক্লাব চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনায়ও পদযাত্রা করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, হামলা-মামলা করে, ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। ঝিনাইদহেও একই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: