• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে আজ এক গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৫:৫৮, ৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:২০, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
দেশে আজ এক গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে: মির্জা ফখরুল

ছবি: মির্জা ফখরুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে।

রবিবার (৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার।  সব শ্রেণী পেশা দল মত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইনশৃংখলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপিসহ বিরোধীদলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে।

চারিদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে।ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরীক হবার আহ্বান জানান মির্জা ফখরুল।  

বিভি/এমআর

মন্তব্য করুন: